বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে নব-নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদকে সংবর্ধনা দিয়েছে যুবদল মালয়েশিয়া শাখা।
গত বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়া যুবদল সহ-সভাপতি মঞ্জু খাঁর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও জসীম উদ্দিনের সঞ্চালনায় এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সমাপদক সফিকুল ইসলাম মিন্টন ।
বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খাঁন, সহ- সভাপতি এম, জে আলম, যুগ্ন- সাধারন সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান ।
মালয়েশিয়া যুবদলের পক্ষ হতে বক্তব্য রাখেন যুবদল নেতা সুলতান বইন সিরাজ, নূরে সিদ্দিকী সুমন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি প্রচার সম্পাদক এস এম বশির আলম, যুবদলের দপ্তর সম্পাদক মো. বাদল কারার, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, আরিফুল ইসলাম, আবুল বাশার, আল ইমরান, মোক্তার হোসেন, মো. রাব্বানী, মো. মোজাম্মেল হক, আলী হাসান ইমরান, মো. রিয়াজ, মো. কিবরিয়া, সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ