সিঙ্গাপুরে বেঙ্গলি কমিউনিটির উদ্যোগে বর্ষবরণ ১৪৩০ উদযাপন করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বেঙ্গলি কমিউনিটি সিঙ্গাপুর (বিসিএস)-এর পক্ষ থেকে মারসিলিং পার্কে উদযাপিত হলো বর্ষবরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
সকালের পান্তা ইলিশ, দুপুরের সুস্বাদু রকমারি বাংলা খাবার, সন্ধ্যায় চা, সিঙ্গারা, ঝালমুড়ি বাঙালি ভোজন রসিকদের শতভাগ তৃপ্তি যোগায়। সত্য ও সুন্দরের প্রার্থনায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
পিয়া নাগের সঞ্চালনায় এবং সুব্রত সাহার পরিচালনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে দেশ-মাটি ও মানুষের গান পরিবেশিত হয়। বিসিএস শিল্পী গৃহিণীদের দলীয় নৃত্য এক ভিন্ন মাত্রা এনে দেয়। মাইগ্রান্ড ব্যান্ড সিঙ্গাপুর অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সংগঠনের সভাপতি বাবু উত্তম কুমার নাগ তার সমাপনী বক্তব্যে সকল সদস্যকে ধন্যবাদ জানান, যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়েছে। তিনি আগামী দিনে সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই