ইতালি রোম শহরে একটি মসজিদে প্রায় চার শতাধিক রোজাদারের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মাদরীপুর জেলা সমিতি রোম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হুমায়ুন কবির।
রবিবার আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম মৃধা, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর পরিচালনায় ইফতার পূর্বে বয়ান পেশ করে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদের ইমাম।
রোজাদারদের স্বাগত জানিয়ে সংগঠনের প্রধান অতিথি, সভাপতি, সাধারণ সম্পাদক এবং কমিটির অন্যান্য সদস্যদের সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন এবং উপস্থিতিদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন (বিদ্যুৎ), কোষাধক্ষ্য মতিন কবির, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, সদস্য রিপন মোল্লা, সারোয়ার হোসেন, মৃধা সিরাজুল ইসলামসহ রোম শহরের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল