কাতারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই,ই,বি) কাতার চ্যাপ্টারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বন্দরনগরী ওয়াকরা রিতাজ ইন হোটেলে প্রকৌশলী সাইফুল ইসলামের পরিচালনায় ও সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, প্রকৌশলী শফিকুল আলম, প্রকৌশলী জালাল আহমেদ, মানসুরুল কাবির মুন্সি, আব্দুল আউয়ালসহ অন্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের লেবার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, প্রকৌশলী শামসুর রহমান, প্রকৌশলী আনসার আলী মণ্ডল, প্রকৌশলী মাহমুদুল হাসান ভূঁইয়া, প্রকৌশলী মোজাম্মেল হক, প্রকৌশলী আনোয়ার হোসেন মল্লিক, প্রকৌশলী আবদুল আলীম, প্রকৌশলী সারোয়ার হোসেন, প্রকৌশলী শাফিউল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ হাফিজ উদ্দিন ঢালী, প্রকৌশলী রাশেদ নোমান, প্রকৌশলী মাহমুদুল হাসান, প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী আব্দুল মতিন, প্রকৌশলী অঞ্জন কুমার দাস, প্রকৌশলী আব্দুল্লাহ, প্রকৌশলী সাইদুল ইসলামসহ প্রকৌশলীদের পরিবার, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হামদ নাতে রাসুল, গজল, পবিত্র কুরআন তেলাওয়াত, শিশুদের ইসলামিক কুইজ শেষে পুরস্কার বিতরণ করা হয়।
রাষ্ট্রদূত বলেন, আমাদের প্রবাসীরা শুধু শ্রমিক হিসেবে নয় কাতারে উচ্চ পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে খুব সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তাই আপনাদের আরও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কাতারে ইমেজ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন রাষ্ট্রদূত নজরুল ইসলাম।
পরে মরহুম প্রকৌশলী আব্দুল আওয়ালের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা হারুনুর রশিদ।
বিডি প্রতিদিন/আরাফাত