কাতারে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল দোহার ম্যাজিস্ট্রিক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি নাজিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
ইনজামামুল হক মান্না,ইলিয়াস হোসেন, সেলিম সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূতাবাসের লেবার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম তালুকদার বাবু, শাহ আলম খান, জাকির হোসেন বাবু, শেখ আহমেদ আলী, সাধারণ সম্পাদক ওলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জাকির হোসেন, জমির উদ্দিন, মিঠু আহমেদ, ইমরান হোসেন, রাসেল হাওলাদার, আনিছুর রহমান, মোঃ হানিফ, ফারুক, জনি, নাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় রাষ্ট্রদূত নজরুল ইসলাম দেশটির আইন কানুন মেনে চলার পাশাপাশি প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আহবান জানান তিনি।