সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ২১ মিনিটে সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোর সোয়া ৫টায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। এতে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
দেশটির ৫৯০টির বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।
বিডি-প্রতিদিন/বাজিত