মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে আয়োজিত হতে যাচ্ছে গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েট শো-২০২৩। আগামী ৩০ এপ্রিল কুয়ালালামপুরের চেরাস ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ শো।
শুধুমাত্র নিজ হ্যান্ডফোনে অ্যাপসটি ডাউনলোড করলেই কোনো ধরনের প্রবেশমূল্য ছাড়াই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন প্রায় চল্লিশ হাজার দর্শক। এতে অংশগ্রহণ করবেন ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু, বিনোদ রাঠোর, বাংলাদেশের সংগীতশিল্পী রুনা লায়লা, চিত্রনায়ক আলমগীর, তারকা দম্পতি ওমর সানি, মৌসুমি, আসিফ আকবর ও অভিনেতা নীরব হোসেনসহ এপার বাংলা ও ওপার বাংলার একঝাঁক তারকা।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েট শোর কনভেনর ড. কামরুল আহসান। উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর, অভিনেতা নীরব হোসেন, এম আনিসুর রহমান, নূর মোহাম্মদ আবদুল মুকিত, দাতো হুসাইন এ রহমান, মোহাম্মদ জে আজিজ, গেজেল মোহসানজাদেহ, বিপ্লব হোসেন খান।
ড. কামরুল আহসান জানান, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদন এবং বাংলাদেশের কৃষ্টি কালচার ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরার পাশাপাশি বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এ ছাড়া গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েট শোতে বিশ্বে এই প্রথম শ্রমজীবী মানুষের জন্য সোশ্যাল মিডিয়া মোবাইল এপ্লিকেশন ‘হ্যলো সুপারস্টারস’-এর লঞ্চিংও অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/নাজমুল