কাতারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে ঈদ উপহার বিতরণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোহার শালিমার প্যালেস হোটেলে কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
কাতার যুবদল নেতা রহিম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার যুবদলের সিনিয়র নেতা
মামুন মৃধা ও আমিনুল ইসলাম সুমন, সোহেল খান, আব্দুল্লাহ মুমিন চৌধুরি, সেলিম খান, লিমন ভূইয়া, নুর আলম বাদশা, আলমগীর আকাশ, শফিক সোহেল, কাউছার আলম ভুইয়া, সাজিদুল রাসেল, জাহিদ চৌধুরী, সোহাগ প্রমুখ। এসময় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৪০০ জনের অধিক নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।
পরে দেশ জাতির সমৃদ্ধি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন