দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরের বাসিন্দা মাজেদুল হাসান লাকীর (৪৮) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হয়।
নিহত মাজেদুল হাসান লাকীর জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মাজেদুল হাসান লাকীর চাচাত ভাই সালাহউদ্দিন আহমেদ।
নিহতের স্বজনরা জানান, সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরের বাসিন্দা আব্দুল লতিফ মেম্বারের ছেলে মাজেদুল হাসান লাকী গত ৭ আগষ্ট বাংলাদেশী সময় রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সকল প্রক্রিয়া শেষে রবিবার বিকেল ৫টা ২০ মিনিটে বিমান যোগে নিহত লাকীর লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরের গ্রামের বাড়িতে নিহত লাকীর লাশ নিয়ে আসলে তার পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট হাই স্কুল এ্যান্ড কলেজ মাঠে নিহত লাকীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মাজেদুল হাসান লাকী ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় জীবিকা তাগিদে পাড়ি জমিয়েছিলেন। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। লাকী দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। তার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জের আজিবপুর ও সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/হিমেল