সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে আবুধাবির দূতাবাসের আয়োজনে দূতাবাস চত্বরে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত আবু জাফর।
পরে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ, বাংলাদেশ কমিউিনিটি স্কুলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ প্রবাসীবৃন্দদের নিয়ে দূতাবাসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাষ্ট্রদূত বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের মুক্তিকামী মানুষকেই স্বাধীনতা উপহার দেননি বরং সমগ্র পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য তিনি ছিলেন সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীকার ও স্বাধীনতা অন্দোলনের প্রাণপুরুষ হিসেবে অসামান্য অবদান রাখার কারণে বাঙ্গালী জাতি তাকে প্রথমে বঙ্গবন্ধু ও পরবর্তীতে জাতির পিতা হিসেবে বরণ করে করেছে। শুধু বঙ্গবন্ধু নয়, তার গোটা পরিবার জাতিকে যে সেবা দিয়ে গিয়েছেন তা অতুলনীয়। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে অনেক মিথ্যাচার ও অপপ্রচার হয়েছে।’
এছাড়াও, অনুষ্ঠান শেষে জাতির পিতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল