বঙ্গবন্ধু হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত দেশে এনে বিচারের রায় কার্যকরের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।
মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদের সঞ্চালনায় ও সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না ও প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ সভাপতি দাতু শ্রী কামরুজ্জামান কামাল।
এ সময় আরও বক্তব্য রাখেন রাশেদ বাদল, কাইয়ুম সরকার, দাতু আক্তার হোসেন, দাতুশ্রী জালাল উদ্দিন সেলিম, মনিরুজ্জামান মনির, এ কামাল চৌধুরী, নুর মোহাম্মদ ভুইয়া, শাখাওয়াত হক জোসেফ, যুবলীগ যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাসার সোহেল, সদস্য জহিরুল ইসলাম জহির, শ্রমিকলীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল প্রমুখ ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক সূত্রে গাঁথা। তিনি স্বপ্ন দেখতেন উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরনে তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুল বাতেন, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন, সাইফুল ইসলাম সিরাজ, সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বিএম রাসেল, ক্লাং শাখার সোহাগ মিয়া, রাওয়াং শাখার এম জাকির হোসেন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম, কুয়ালালামপুর ছাত্রলীগ সভাপতি এম এইচ জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুরাও বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ ইকরামুল হক ।
বিডিপ্রতিদিন/কবিরুল