এডিস মশার লার্ভা ধ্বংসে আমদানি করা ব্যাকটেরিয়া বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) নিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ায় গুলশান থানায় মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার রাত সাড়ে ১১টায় গুলশান থানার এসআই মো. মামুন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মামুন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে একটা মামলা হয়েছে। ৪ জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিডি-প্রতিদিন/শফিক