গত ২০ অগাস্ট (রবিবার) বঙ্গবন্ধু পরিষদ সিডনির মিন্টোর রণমোর কমিউনিটি হলে শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস পালন করা হয়। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া।
সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হান এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত কনসাল জেনারেল মোঃ শাখাওয়াৎ হোসেন।
অনুষ্ঠানে কি নোট স্পীকার ছিলেন বন্ধু পরিষদ অস্ট্রেলিয়া সাবেক সভাপতি, লেখক-কলামিস্ট ডক্টর রতন কুন্ডু। তিনি বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কাহিনী নিয়ে হালনাগাদ তথ্য সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি এমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হক, বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সভাপতি কৃষিবিদ ড. নিজাম উদ্দিন আহমেদ, প্রাক্তন সভাপতি ড. খাইরুল চৌধুরী, ওয়েষ্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মাসুদুল হক।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল ও বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মিজানুর রহমান তরুণ।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হওয়ার পর ওয়েলকাম টু কান্ট্রি পাঠ করেন বর্তমান প্রজন্মের মেয়ে লামিস সৈয়দ। পবিত্র কোরান থেকে পাঠ করেন হাজী হারুন পবিত্র গীতা থেকে পাঠ করেন ড. অরবিন্দ সাহা ও পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন জিনাশীষ বড়ুয়া। দোয়া পরিচালনা করেন হাজী হারুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনান সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সোবহান। রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান সংগঠনের সহ-সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেরিত বাণী পাঠ করে শোনান সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক, রফিক উদ্দিন।
প্রধান বক্তা ডক্টর রতন কুন্ডু বঙ্গবন্ধুর হত্যার কুশিলবদের চিহ্নিত করে হালনাগার তথ্য সম্বলিত নিবন্ধটি উপস্থাপন করেন। তিনি মাননীয় মন্ত্রীর কাছে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।
জীবন থেকে নেয়া পর্বে বঙ্গবন্ধুর জীবনের উপরে টুকরো টুকরো স্মৃতি নিয়ে আলোচনা করেন হারুনুর রশিদ, সংগঠনের প্রাক্তন সভাপতি ড. নিজাম উদ্দিন আহমেদ, বর্তমান সভাপতি ড. রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি ড. খাইরুল চৌধুরী। নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ-সভাপতি ড. তারিকুল ইসলাম ও বঙ্গবন্ধুর উপরে স্বরচিত কবিতা আবৃত্তি করেন জনাব মুস্তাফিজ তালুকদার মঞ্জু। কনসাল জেনারেল শাখাওয়াৎ হোসেন তাঁর বক্তব্যে আগস্ট ট্রাজেডির সবার রুহের মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে দেশে বিদেশে নিরলস কাজ করার আবেদন জানান।
সমাপনী বক্তব্যে ড. রফিকুল ইসলাম আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই অনুষ্ঠানের সংগঠনের সব সদস্য, উপস্থিত আগত অতিথিবৃন্দ ও নেপথ্যে থেকে যাঁরা সাহায্য করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে তিনি সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন