সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে মালয়েশিয়া অবস্থারত কুমিল্লার দাউদকান্দি জাতীয়তাবাদী আদর্শের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিট বিন্তাং এর একটি রেস্টুরেন্ট এ আলীনূর সামির উপস্থাপনায় এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার মোশাররফের পুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ।
প্রধান অতিথির বক্তৃতায় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আপনারা খন্দকার মোশাররফ হোসেনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন, দূর প্রবাসের আজকের এই দোয়া মাহফিল তারই বড় প্রমাণ। তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আগামীতেও দাউদকান্দি- তিতাস মেঘনা ও হোমনার মানুষের জন্য কাজ করতে পারেন। এমন চমৎকার আয়োজনে আমি ও আমার পরিবার আপনাদের নিকট চির কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মীর হোসেন, হাসান মিয়াজি, আলমগীর ও সাদ্দাম প্রমুখ। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোহেল তালুকদার রানা, শামীম মিয়া, মাহফুজ খন্দকার, সাইফুল ইসলাম, সোহাগ হোসেন, ইব্রাহিম, রিয়াদ হোসেন, নূর নবী, সোহেব আলী, করিম ও কাউছারসহ দাউদকান্দি- তিতাস মেঘনা ও হোমনা উপজেলার বিপুল সংখ্যক প্রবাসীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলাদেশি মসজিদের হাফেজ মো. আবু তাহের।
বিডি-প্রতিদিন/শফিক