সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (SBS) এর আয়োজনে সিঙ্গাপুরের অরেঞ্জ গ্রোভ রোডের RELC কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার ২ সেপ্টেম্বর সিঙ্গাপুর সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় রাত ১১ টায়। সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি জিল্লুর রহমান। অনুষ্ঠানে আগত এবং অংশগ্রহণকারী সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিদেশের মাটিতে প্রবাসীদের আনন্দ দেওয়ার জন্য এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ সোসাইটির জন্য একটি বড় অর্জন বলে দাবি করেন তিনি।
মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশী অভিনেত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস, আচল, বেলী, রাহী, কলকাতার কণ্ঠশিল্পী আকাশ সেন, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী মনির খান, সৈয়দ অমি, এবং SBS-CFA পারফর্মাররা।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয় বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জনি, ফিলিপ রহমান, রাকীব হাছানসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই।
বিডি প্রতিদিন/হিমেল