পর্তুগালের লিসবনের বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। রাজধানী লিসবনের ‘বাংলাদেশী হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও মা দুর্গা এসেছেন দোলনায় আর যাবেন ‘গজে’ বলে জানিয়েছেন প্রধান লিসবন পূজার পুরোহিত নন্দন চক্রবর্তী, এছাড়াও পুরোহিত আরো বলেন, এবার মা দুর্গা এসেছেন সুখ সমৃদ্ধি ও সাফল্যের বার্তা নিয়ে।
এবারের পূজার সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশি হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক বলেন, আমরা সবাই বাঙালি। আমরা সবাই বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-মুসলমান। তিনি আরও বলেন, দুর্গা পূজার পাশাপাশি পর্তুগালে সকল পূজা পালনের উদ্যােগ নিবো, আমরা মিলেমিশে থাকতে চাই।সংগঠনের সাধারণ সম্পাদক অর্জুন কুমার সিংহ বলেন, পর্তুগালে এবারই প্রথম আমরা প্রতিমা দিয়ে পূজা করছি। ভবিষ্যতে আমরা মন্দির প্রতিষ্ঠা করবো।
শারদীয় দুর্গোৎসবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, দ্বিতীয় সচিব অন্যান কর্মকর্তাবৃন্দ এবং লিসবনের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এই সময় পূজায় আগত অতিথিদের স্বাগত জানান পূজা কমিটির নেতারা।
প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিরা মিলেমিশে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। এছাড়াও তিনি বলেন, ‘প্রবাসের মাটিতে হিন্দু ধর্মীয় দুর্গা পূজার এমন আয়োজন দেখে আমি খুব আনন্দিত। ধর্মীয় রীতিনীতি পালন করা প্রত্যেক ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’
রাতে পূজামণ্ডপে প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মীয় গান, নাচ এবং আবৃত্তি করা হয়। দশমী অনুষ্ঠানে সিঁদুর দানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন