বাংলাদেশের নীল আকাশে
হাজার পাখির মেলা
হাজার প্রজাতির রঙ্গিন পাখা
করছে নানান খেলা
সকাল হলে যায় উড়ে
আসে সন্ধ্যা বেলা
বিকেল বেলা বকশালিকের
ছোটাছুটির পালা।
বাংলাদেশের পাখি আমার
কেউ করোনা কোন হেলা।
লেখক: ছাত্র, দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা, সোনাগাজী, ফেনী ।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল