আনন্দের সেরা বস্তু হয়ে
অপমান থেকে বাঁচিয়ে দিয়ে
শ্রদ্ধা সম্মান বুননের ফলেও
তবু এত অবহেলিত?
যশ, খ্যাতি, সুনাম, আদর
সব কিছুতেই কার্য সাধন
শ্রদ্ধা স্বীকৃতি আনুগত্য-স্বীকার
তবু এত অবহেলিত?
দুর্ভাগার দরূন ঠেলাভ্যানে
মধ্যস্থিতরা পণ্যশালায়
ঐশ্বর্যশালীরা দেশের বাইরে
তবু এত অবহেলিত?
যাদের শ্রমে আকর্ষণীয় মোরা
তাদের খোঁজ নেয়-ই বা কারা
তবু তাদের ঘাম লেগে থাকে
আনন্দের সেই বস্তুালয়ে
যাদেরকে মোরা করছিনা সমীহ
তাদের সেলাই সত্যি কি নির্গুণ
ভেবেছেন কি? ভাবুন আবার
তারা কেন অবহেলিত?
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৬/হিমেল