স্বাধীনতা আমার রক্তে কেনা সুখ,
স্বাধীনতা আমার মায়ের ভালোবাসার বুক।
স্বাধীনতা আমার সুরের বাঁশি,
স্বাধীনতা সকল জনতার হাসি।
স্বাধীনতা আমার লাল পতাকা
রক্ত ঝরানো স্মৃতি,
স্বাধীনতা আমার একাত্তরের মুক্তি-
লড়াই সকল শহীদের কৃতি।
স্বাধীনতা আমার হৃদয়ের মাঝে
সেই স্মৃতি হয়ে থাক
পুলক ভরা এমন দিনে
দূর হোক যত দুখ,
স্বাধীনতা আমার প্রভাতের পাখি
চিরকালের সুখ।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা