আমি নির্বোধ অতি বোকা....
যেদিকে তাকাই শুধু দেখতে পাই
প্রবীণত্ব আর জ্যেষ্ঠতা
চাতুর্যপূর্ণ সুনিপূণ অমায়িক আপ্রায়ন
যেন সে দয়ালুপরায়ন অতিমাত্রায় ভদ্রমহোদয়
আমি আহাম্মক অতি বোকা....
যেদিকে তাকাই শুধু দেখতে পাই
বিজ্ঞতা চতুর জ্ঞানসম্পন্ন অস্বাভাবিক প্রবীণতা
মিষ্টি হাসি যেন রাশি রাশি ফুটে উঠে সুগন্ধি ফুল
ভাববো কি তখন সুবাসিত ঘ্যানে সত্যি কি না ভুল ?
আমি ভাষাহীন মাথামোটা......
সব কিছুকেই সাদাসিধা ভেবে পেয়ে যাই শুধু ধোকা
আমি স্বল্পভাষী গাধা.......
অসৎ এর রূপায়ণ যেমন যাহা প্রয়োজন দ্রুত করে ফাঁকা
প্রতিবাদ না করে গুটিয়ে পলায়ন কেন এমন সাধুতা ??
আমি নিষ্ঠুর নই প্রতিবাদীও নই নিজেকে ভাবি একা
আমি বোকা অতি বোকা....
সব কিছুকেই সাদাসিধা ভেবে পেয়ে যাই শুধু ধোকা
লেখক: সেকশন হেড স্যাম্পল, এইচ.ডি.এফ এ্যাপারেল্স লিঃ জৈনাবাজার, তেলিহাতী, শ্রীপুর, গাজীপুর।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৬/হিমেল