নৈবেদ্য ৮
দেবী, কোনটা চাও তুমি
নৈবেদ্য নাকি নিবেদক!
হোক, অপাঙ্গ তোমার চোখ
জেনো, আমিই নৈবেদ্য ও নিবেদক।
নৈবেদ্য ৯
কী অদ্ভুত!
ফুলকে তুমি দু’পায়ে দলে
ভুলকে তোল বুকে!
কী করবো দেবী
এই প্রেমের অসুখে?
নৈবেদ্য ১০
খুঁজে হয়রান তারে
হায়! বিধিবাম! শ্বৈত প্রবাহের দিনে
তার কুসুম কুসুম হাসি
মিলায় কি উত্তরে?
নিরন্তর বেজে চলেছে মন্দিরা,
সে-ই শুধু নেই অন্দরে
কবি: সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান শিক্ষার্থী, মাস্টার অব পারফর্মিং আর্টস, বেঙ্গালুর বিশ্ববিদ্যালয়, ভারত।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল