ওগো আকাশের নীল
আমি করেছি কি ভুল,
প্রিয়ার আঁচল ভেবে
তোমারে - তোমারে।
হঠাৎ চকিত হয়ে
চেয়ে দেখি তব পানে,
এ তব আপন বর্ণ
পেয়েছ যা বিধাতার দানে।
বেদনার ভারে একি ভুল করে
তব অপরূপ বর্ণ মালারে
ভেবে নিয়েছি, দিয়েছে যা
আমারে প্রিয়া
আমারে - আমারে।
ক্ষমা কর গো মহাকাশ,
তুমি বিশ্বরাজ।
মম শিরে প্রিয়া পরায়েছে
প্রেম বিষের তাজ,
তাই এ নহে মোর বেদনা
এ তব নিজ বর্ণের সজ্জিত সাজ।
হে বিশ্বরাজ, মহাকাশ
ভুলে ভেবেছি তাই করিও ক্ষমা
এই পরাজিতরে আজ।
আশীস করে হে বিশ্বরাজ
বিধাতা করেছে যত ব্যাপ্ত তোমারে,
মোরে যেন করে দ্বিগুণ তার ,
বইতে পারি যেন
প্রিয়ার দেয়া ব্যথা ভার।
তবুও ধরনীর মাঝে বলে যাই
জেনে রাখুক বিশ্বলোক,
“আমার প্রিয়া শুধুই আমার
নহে আর কাহার
এ মম হৃদয় ধ্বনি ভালবাসার”।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর