২৩ ডিসেম্বর, ২০১৮ ১১:৩১

বিআরটিসি এসি বাসে হঠাৎ ভাড়া বাড়ল ১০ টাকা

এম. ইসলাম

বিআরটিসি এসি বাসে হঠাৎ ভাড়া বাড়ল ১০ টাকা

এমনিতেই সার্ভিস ভালো না। তার উপর হঠাৎ করেই বিআরটিসি এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছে ১০ টাকা। টঙ্গী টু গুলিস্তান ভায়া উত্তরা-শাহবাগ-মতিঝিল রুটে ৬০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭০ টাকা।

তবে অদ্ভুত বিষয় হল ভাড়া বাড়ালেও সেবার মান কিন্তু বাড়েনি। তার উপর আবার অধিকাংশ গাড়ির এসি নষ্ট, ভিতরে অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যায়।

আর বিআরটিসির দ্বিতল বাসে তো ভোগান্তির কোন শেষ নেই। রাজধানী বিভিন্ন রুটে চলাচল করা দ্বিতল বাসগুলো কোন নিয়ম নীতির তোয়াক্কা করে না। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তোলা হয়। ফলে ১০ মিনিটের রাস্তা পাড়ি দিয়ে সময় নেয় আধা ঘণ্টা। এ নিয়ে অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তি প্রকাশ করতে দেখেছি। হয়তো সবাই বিরক্ত, কিন্তু অভিযোগের জায়গা নেই বা অভিযোগ করেও কোন লাভ নেই। রাজধানীতে এভাবেই চলছে বিআরটিসির বাস সার্ভিস। যেন দেখার কেউ নেই।

(পাঠক কলামে প্রকাশিত লেখা একান্তই পাঠকের মন্তব্য)

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর