শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
একাদশ সংসদ নির্বাচন : বিজয়ের কাণ্ডারি শেখ হাসিনার ছাত্রলীগ
শফিকুল আলম রেজা
অনলাইন ভার্সন
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাঙলার গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে-ময়দানে অতন্দ্র প্রহরীর মতো ছাত্রলীগের অবস্থান ইতিহাসের সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। শোষক বর্বর পাকিস্তানের শোষণের কালো হাত ভেঙে বাঙলার স্বাধীনতা তরান্বিত করার লক্ষ্যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। মহান মুক্তিযুদ্ধে উনিশ হাজার নেতাকর্মী হারিয়ে ছাত্রলীগের শোকাহত গর্বের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। আমরা আমাদের পূর্বসূরিদের জন্য গর্বিত।
এই ভূখণ্ডের বর্ণিল রাজনীতির ক্যানভাসে আমাদের অর্জন সকল রাজনৈতিক সংগঠনকে ছাপিয়ে গেছে বহু আগেই, আমরা ভূমিকা রেখেছি বাঙালির মুক্তির রায়ে, আমার ভূমিকা রেখেছি যুক্তফ্রন্টের বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে ১৯৫৪ সালের নির্বাচনে। যুক্তফ্রন্টের অভাবনীয় বিজয় সেই সময়ের ছাত্রলীগের গর্বিত সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণেই অনেকটা সহজ হয়েছে। পাকিস্তানি শোষণের বিরুদ্ধে লাগাতার আন্দোলন-সংগ্রামের প্রথম সারিতে ছাত্রলীগের অবস্থান বাঙলার গণমানুষকে নতুন আলোর সন্ধান দিয়েছিলো। ১৯৭০-এর নির্বাচনে ছাত্রলীগের নিরলস প্রচেষ্টায় আর বঙ্গবন্ধুর ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণে পাকিস্তানি শাসক মুসলিম লীগের করুণ পতন হয়। বাঙালির সেই অভাবনীয় সাফল্যেই মুক্তির দুয়ার খোলে। শুরু হয় মুক্তিযুদ্ধ, এখানেও ছাত্রলীগের প্রাধান্য। বঙ্গবন্ধুর সোনার বাঙলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় ছাত্রলীগ। বিজয় নিশ্চিত করেই উনিশ হাজার সদস্যকে হারিয়ে ঘরে ফিরে আসে বাঙলার গর্বিত সন্তানেরা।
রাজপথে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে বাঙলার প্রতিটি সাধারণ নির্বাচনে। স্বাধীন বাংলাদেশেও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রধান ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ প্রতিটি নির্বাচনে প্রধান ভূমিকা পালন করে। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর ব্যাতিক্রম ঘটেনি। মাঠ পর্যায়ে প্রচার ও প্রচারণার কাজে প্রধান ভূমিকা পালন করে শোভন-রাব্বানীর নেতৃত্বাধীন ছাত্রলীগ।
ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকদ্বয় চষে বেড়িয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, বাঙলার প্রতিটি ঘরে ঘরে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক প্রচারণায় ব্যাপক ভূমিকা পালন করে ছাত্রলীগ। সারা বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে ছাত্রলীগের সমন্বয় কমিটি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শোভন-রাব্বানী।
তীব্র শৈতপ্রবাহের মধ্যেও ছাত্রলীগ পরিবারের নিবেদিতপ্রাণ সদস্যরা প্রতিটি ভোটরের দ্বারে দ্বারে গিয়েছেন, ভোট চেয়েছেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নৌকা প্রতীকে। দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে খেয়ে না খেয়ে ছাত্রলীগের এই প্রচারণার ফলেই আজকের বিজয় সুনিশ্চিত হয়েছে।
বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্ব ও ছাত্রলীগের সাংগঠনিক দৃঢ়তার বলেই পুরো বাঙলার প্রান্তিক মানুষেরা বিজয়ের মাস ডিসেম্বরে নব বিজয়ের আনন্দে উদ্বেলিত। উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে যাবে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে। দেশরত্ন শেখ হাসিনার যুগান্তকারী আবিস্কার শোভন-রাব্বানী জুটি ছাত্রলীগকে আরও অনেক দূর নিয়ে যাবেন, এই বিশ্বাস আমাদের সকলেরই আছে। এই ছাত্রলীগ পরিবারের একজন সদস্য হতে পেরে আজ গর্বিত। জয় বাঙলা, জয় বঙ্গবন্ধু; জয়তু শেখ হাসিনা।
লেখক: সাবেক উপ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর