তোমার পাশে থাকতে পারা
মধুর অনুভব,
বুকের মাঝে আনন্দময়
প্রাণের কলরব।।
আমার মনের নীল সাগরে
তুমি ভাসমান নাও,
উতাল পাতাল ঢেউ এর মাঝে
প্রেমের বৈঠা বাও।
তোমার মনের স্বপ্নগুলো
সত্যি অভিনব।।
মিটবে না যে সাধ কোনদিন
তোমায় কাছে পাবার,
যখন তখন ইচ্ছে করে
তোমার কাছে যাবার।
তুমি আমার দিনরাত্রি
তুমি আমার সব।।