► বন্ধুমহলে গেলে দামি পারফিউম মেখে যাবেন। আপনার গোসলের দৌড় বন্ধুদেরভালোই জানা আছে।
► সকালে হাঁটতে বেরিয়ে হাত-মুখ ঢাকা কাউকে দেখে ডাকাত বলে ভুল করবেন না। হতে পারে বেচারা শীতের ভয়ে কাবু।
► এই শীতে চাঁপাবাজি কম ছাড়ুন। হতে পারে কেউ আপনাকে পুকুরের ঠাণ্ডা পানিতে চুবিয়ে ছাড়ল।
► ফ্রিজে ঠাণ্ডা পানি রাখবেন না। সেই পানির প্রয়োগ হতে পারে আপনার উপরেই।
► গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে গিয়ে খালি গায়ে বডি দেখানো থেকে বিরত থাকুন।
► শীত এলেই বিয়ের ধুম পড়ে যায়। আপনিও বলতে পারেন আপনার বাবাকে। তবে দৌড়ানির ভয়টাও মাথায় রাখবেন।