অফিসে মফিজের প্রথম দিন।
বস : আমাদের অফিসে একটি ব্যাপারে আমরা খুবই গুরুত্ব দিই, তা হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি নিশ্চয়ই আমার ঘরে ঢোকার আগে পাপোশে জুতা মুছে ঢুকেছেন?
মফিজ : অবশ্যই স্যার।
বস : আরেকটি ব্যাপারে আমরা আরও বেশি কঠোর। তা হলো সততা। দরজার বাইরে কোনো পাপোশ নেই, বোকা!
প্রেমিক প্রেমিকার হাতে ধরে বলল : তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিও না। তাহলে আমি নির্ঘাত মরে যাব।
প্রেমিকা : তা হয় না। মফিজকে আমার বিয়ে করতেই হবে ।
এরপর সত্যি সত্যি প্রেমিকটি মারা গেল। তবে ৬০ বছর পর।
স্বামী-স্ত্রী শুয়ে আছেন। ফোন বাজছে। বেজেই চলছে। স্ত্রী ফোন ধরতে গেলেন। স্বামী টের পেয়ে বললেন, আমাকে চাইলে বলবে আমি বাসায় নেই।
স্ত্রী ফোন ধরে বলল, ও এখন বাসায়।
স্বামী : তোমাকে কি বলতে বললাম আর তুমি কি বললে!
স্ত্রী : ওটা আমার কল ছিল।