সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
পাঠকের লেখা

একটি যুগোপযোগী কোর্স

একটি যুগোপযোগী কোর্স

মফিজের খাওয়া-দাওয়া, ঘুম ছাড়া আর কোনো কাজ নেই। গত কয়েকদিন থেকে কেমন জানি চুপচাপ সে। কথাবার্তাও কম বলছে। মাঝে মাঝে খুব জোরে হা-হো-হো করে হেসে ওঠে। কখনো বিলাপ ধরে কাঁদতে থাকে। পুকুরপাড়ে খেজুর গাছের তলায় বসে থাকে সাদা খাতা আর কলম নিয়ে। বন্ধু হিসেবে তার অবস্থা দেখে আর সহ্য হলো না। অবশেষে তাকে প্রশ্ন করেই ফেললাম-

কিরে তোর কি হয়েছে? এ অবস্থায় দিন কাটাচ্ছিস কেন?

: বন্ধু কোর্স করছি। এগুলো সেই কোর্সের অংশ।

: কিসের কোর্স করছিস?

: ফেসবুকে হিট কবি হওয়ার কোর্স। দেখছিস না কথাবার্তা বলি না। কোর্সের ক্লাসে বলেছে কথাবার্তা কম বলতে। খুশি বা দুঃখে অতি আবেগে নিজেকে ভাসিয়ে দিতে। তবে নাকি আমি ফেসবুক উপযোগী কবিতা লিখতে পারব।

: কবি হওয়ার এত শখ কেন?

: আরে তেমন কিছু নয়। আমার ফেসবুকে এক বন্ধু আছে। সে কবিতার নামে যা তা লিখে ফেসবুকে দেয়। তাতে শত শত সুন্দরী কমেন্ট করে। এই জনপ্রিয়তা থেকে আর ঘরে বসে থাকতে পারলাম না।

: আপাতত কি লিখেছিস, দেখা তো।

: একটা ছড়া-গান লিখেছি। অনেক ভাইরালও হয়েছে।

: কোনটা?

: যেতে যেতে পথে, পূর্ণিমা রাতে, চাঁদ উঠেছিল গগনে...

:  তুই এসব কোর্স-টোর্স করা বন্ধ কর। নইলে পাবলিক ফেসবুক থেকে ধরে মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেবে। এভাবে ফেসবুক-কবি হতে কোর্সের নামে নিজেকে ফোর্স করিস না।

লেখা : বাসু দেব নাথ। সীতাকুন্ড, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর