সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ব্রেকআপ টিউটোরিয়াল

রাফিউজ্জামান সিফাত

ব্রেকআপ টিউটোরিয়াল

কোনোভাবেই বই বিক্রিতে সফলতা না পেয়ে স্বঘোষিত কবি মফিজ সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে আর বই লিখবে না। ফেসবুক ভিডিও বানাবে। কিন্তু কী ভিডিও বানাবে? ইউটিউবে মফিজ দেখেছে নানাজন নানা ধরনের ভিডিও ব্লগ বানায়। কেউ বানায় রান্নার ভিডিও, কেউ সাক্ষাৎকার, কেউ আবার নানাবিধ টিউটোরিয়াল ভিডিও বানিয়ে আপলোড করে। অর্থাৎ যে বিষয়ে যার গুণ আছে, সে বিষয়ে সে ভিডিও বানায়। কিন্তু মফিজের গুণ কিসে? রাতের পর রাত জেগে গুণ খোঁজার চেষ্টা করল কিন্তু বেরোল না কিছুই। সে বাসায় জিজ্ঞেস করল, বন্ধুদের জিজ্ঞেস করল, এলাকার টং দোকানের মামাকে জিজ্ঞেস করল, সবাই মাথা চুলকায় কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারে না। এভাবে কয়েকটি নির্ঘুম রাত পার করে মফিজ তার প্রেমিকা কুসুমকে  ফোন দেয়। কুসুমের কাছে পুরো দুনিয়ার সব সমস্যার সমাধান রয়েছে। মফিজের গুণ বিষয়ক প্রশ্নের উত্তরে কুসুম এক সেকেন্ড না ভেবেই ফোনের অন্যপ্রান্ত থেকে উত্তর দিল, ‘তোমার গুণটুন নেই, কবিতা যা লিখো সেগুলো এতই বাজে যে পড়া যায় না। তবে গুণ না থাকলেও তোমার দোষ আছে। দিনের মধ্যে তিনবেলা তুমি ব্রেকআপ করো। চাইলে এটাকেই গুণ হিসেবে চালিয়ে দিতে পার।’ কুসুমের কথায় মফিজের মাথায় আগুন ধরে যায়। কিন্তু একটু পরেই ভাবে, কথা তো একেবারে মন্দ বলেনি। কয়জন প্রেমিক পারে এভাবে ঘণ্টায় ঘণ্টায়  ব্রেকআপের পর কেঁদেকেটে ঘর ভাসাতে! কোনো ভিডিও তো নেই! ইউরেকা বলে রাত তিনটা সাতাশ মিনিটে মফিজ বিছানা ছেড়ে ড্রয়ার থেকে ক্যামেরা  বের করে। তারপর মোবাইল ফোনেই আঠারোশো ছাপান্নবারের মতো কুসুমের সঙ্গে ব্রেকআপ করে।  ব্রেকআপের পুরো সময় সে ভিডিও করে অনলাইনে আপলোড করে ঘুমিয়ে পড়ে। পর দিন সকালে ঘুম  ভেঙে মোবাইল হাতে তুলে মফিজের চক্ষু চড়কগাছ।  সে তো এক মহা হুলুস্থুল ব্যাপার। রাতে মফিজের আপলোড করা ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। কয়েক ঘণ্টায় লাখখানেক ভিউ, প্রতি মিনিটে মিনিটে বাড়ছে লাইক। চলছে শেয়ার আর একের পর এক কমেন্ট। মফিজ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার  ‘ব্রেকআপ গুণ’ তাকে এমনভাবে ভাইরাল করে দেবে সে স্বপ্নেও ভাবেনি। সবচেয়ে বড় কথা তারও একটা গুণ আছে।  কমেন্টে সবাই মফিজকে ‘ব্রেকআপ গুরু’ নামে সম্বোধন শুরু করেছে। কুসুমকে এখনই ঘটনাটা জানাতে হবে। নাম্বার ডায়াল করতে করতে মফিজ আরেকবার ভিডিও টাইটেলটা পড়ে, ‘ব্রেকআপ টিউটোরিয়াল। কীভাবে ব্রেকআপ করবেন।’

উল্লেখ্য, ভাইরাল হওয়ার পর থেকে মফিজের কবিতার বই বিক্রির ধুম পড়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর