মফিজের স্ত্রীর নাম মৌ মানে মধু, মিষ্টি টাইপ। মৌয়ের গুণে সে বিয়ের পর শ্বশুরবাড়ির নাম পর্যন্ত ভুলে গেছে। বিয়ের পর তার দিনকাল ভালো যাচ্ছে না। বউয়ের ঝাড়ি শুনতে শুনতে কানের অবস্থা শোচনীয়। সত্যি বলতে, সে ফেসবুক বউ নিয়ে ভীষণ বিপাকে পড়েছে। সংসারের কাজে তার স্ত্রীর মন বসে না। সে সংসারের কোনো ধার ধারে না। সংসার নাকি তার পছন্দ হয় না। ফেসবুকের সঙ্গেই তার একরকম সংসার চলছে বলা যায়। এদিকে কয়েক দিন থেকে ভালোই শীত পড়েছে। মফিজ একা একা রাতে লেপ মুড়ি দিয়ে ঘুমায়। আর তার স্ত্রী ফেসবুকে অলস সময় কাটায়। নইলে তার সময় কাটে না। এদিকে মফিজ মুখ ফুটে কিছু বলতে পারে না। বলতে গেলেই ঢোক গিলে। অন্ধকার ঘরে তার ঘুম আসে না। আবার ভয়ও লাগে। তাই সে রাতে জিরো ওয়াটের লাইট জ্বালিয়ে ঘুমায়। ঘরের নতুন বউ তাকে লাইট জ্বালাতে সম্মতি দেয় না। রাতে তার স্ত্রী ফেসবুকে একটিভ থাকে। তখন নাকি মোবাইল স্ক্রিনের আবছা আলো জিরো লাইটের কাজ করে। দিনে ফেসবুকে একটিভ থাকলেও তেমন সমস্যা হয় না। মফিজ সংসারের কাজ একাই সামাল দিতে পারে। সংসারের কাজে তার স্ত্রী অনেক সাহায্য করে। সাহায্য বলতে সে ফেসবুক থেকে নানা রকম জ্ঞান সংগ্রহ করে মফিজের কানে পৌঁছে দেয়। এসব শুনে সহ্যসীমা ছাড়িয়ে গেলেও সে নীরব দর্শকের ভূমিকায় থাকে। সংসার নিয়ে তার জীবনদর্শন হলো, স্ত্রীর খুশিতে নিজে খুশি। স্ত্রীকে অখুশি রাখলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। এমনকি সে কথা না বাড়িয়ে সোজা বাপের বাড়ি যাওয়ার রাস্তা মাপে। সে আসলে স্ত্রীর কাছে বাহবা পেতে চায়। এতদিন নিজের হাতের রান্নার অনেক প্রশংসা করেছে। ছাত্রজীবনে বেশ কয়েক বছর একটি বাসায় ভাড়া থাকত। নিজে নিজেই রান্না করে খেয়েছে। তার বউ মুখের কথায় বিশ্বাসী নয়। এবার হাতেনাতে প্রমাণ পেতে চায়। প্রমাণ হিসেবে মফিজকে তিন বেলা রান্না করে খাওয়াতে হয়। সে এখন বলে, আদর করে আমার বউয়ের নাম কে মৌ রেখেছে?
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ফেসবুক বউ
শফিক শাহরিয়ার
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর