মফিজের স্ত্রীর নাম মৌ মানে মধু, মিষ্টি টাইপ। মৌয়ের গুণে সে বিয়ের পর শ্বশুরবাড়ির নাম পর্যন্ত ভুলে গেছে। বিয়ের পর তার দিনকাল ভালো যাচ্ছে না। বউয়ের ঝাড়ি শুনতে শুনতে কানের অবস্থা শোচনীয়। সত্যি বলতে, সে ফেসবুক বউ নিয়ে ভীষণ বিপাকে পড়েছে। সংসারের কাজে তার স্ত্রীর মন বসে না। সে সংসারের কোনো ধার ধারে না। সংসার নাকি তার পছন্দ হয় না। ফেসবুকের সঙ্গেই তার একরকম সংসার চলছে বলা যায়। এদিকে কয়েক দিন থেকে ভালোই শীত পড়েছে। মফিজ একা একা রাতে লেপ মুড়ি দিয়ে ঘুমায়। আর তার স্ত্রী ফেসবুকে অলস সময় কাটায়। নইলে তার সময় কাটে না। এদিকে মফিজ মুখ ফুটে কিছু বলতে পারে না। বলতে গেলেই ঢোক গিলে। অন্ধকার ঘরে তার ঘুম আসে না। আবার ভয়ও লাগে। তাই সে রাতে জিরো ওয়াটের লাইট জ্বালিয়ে ঘুমায়। ঘরের নতুন বউ তাকে লাইট জ্বালাতে সম্মতি দেয় না। রাতে তার স্ত্রী ফেসবুকে একটিভ থাকে। তখন নাকি মোবাইল স্ক্রিনের আবছা আলো জিরো লাইটের কাজ করে। দিনে ফেসবুকে একটিভ থাকলেও তেমন সমস্যা হয় না। মফিজ সংসারের কাজ একাই সামাল দিতে পারে। সংসারের কাজে তার স্ত্রী অনেক সাহায্য করে। সাহায্য বলতে সে ফেসবুক থেকে নানা রকম জ্ঞান সংগ্রহ করে মফিজের কানে পৌঁছে দেয়। এসব শুনে সহ্যসীমা ছাড়িয়ে গেলেও সে নীরব দর্শকের ভূমিকায় থাকে। সংসার নিয়ে তার জীবনদর্শন হলো, স্ত্রীর খুশিতে নিজে খুশি। স্ত্রীকে অখুশি রাখলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। এমনকি সে কথা না বাড়িয়ে সোজা বাপের বাড়ি যাওয়ার রাস্তা মাপে। সে আসলে স্ত্রীর কাছে বাহবা পেতে চায়। এতদিন নিজের হাতের রান্নার অনেক প্রশংসা করেছে। ছাত্রজীবনে বেশ কয়েক বছর একটি বাসায় ভাড়া থাকত। নিজে নিজেই রান্না করে খেয়েছে। তার বউ মুখের কথায় বিশ্বাসী নয়। এবার হাতেনাতে প্রমাণ পেতে চায়। প্রমাণ হিসেবে মফিজকে তিন বেলা রান্না করে খাওয়াতে হয়। সে এখন বলে, আদর করে আমার বউয়ের নাম কে মৌ রেখেছে?
শিরোনাম
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স