মফিজের স্ত্রীর নাম মৌ মানে মধু, মিষ্টি টাইপ। মৌয়ের গুণে সে বিয়ের পর শ্বশুরবাড়ির নাম পর্যন্ত ভুলে গেছে। বিয়ের পর তার দিনকাল ভালো যাচ্ছে না। বউয়ের ঝাড়ি শুনতে শুনতে কানের অবস্থা শোচনীয়। সত্যি বলতে, সে ফেসবুক বউ নিয়ে ভীষণ বিপাকে পড়েছে। সংসারের কাজে তার স্ত্রীর মন বসে না। সে সংসারের কোনো ধার ধারে না। সংসার নাকি তার পছন্দ হয় না। ফেসবুকের সঙ্গেই তার একরকম সংসার চলছে বলা যায়। এদিকে কয়েক দিন থেকে ভালোই শীত পড়েছে। মফিজ একা একা রাতে লেপ মুড়ি দিয়ে ঘুমায়। আর তার স্ত্রী ফেসবুকে অলস সময় কাটায়। নইলে তার সময় কাটে না। এদিকে মফিজ মুখ ফুটে কিছু বলতে পারে না। বলতে গেলেই ঢোক গিলে। অন্ধকার ঘরে তার ঘুম আসে না। আবার ভয়ও লাগে। তাই সে রাতে জিরো ওয়াটের লাইট জ্বালিয়ে ঘুমায়। ঘরের নতুন বউ তাকে লাইট জ্বালাতে সম্মতি দেয় না। রাতে তার স্ত্রী ফেসবুকে একটিভ থাকে। তখন নাকি মোবাইল স্ক্রিনের আবছা আলো জিরো লাইটের কাজ করে। দিনে ফেসবুকে একটিভ থাকলেও তেমন সমস্যা হয় না। মফিজ সংসারের কাজ একাই সামাল দিতে পারে। সংসারের কাজে তার স্ত্রী অনেক সাহায্য করে। সাহায্য বলতে সে ফেসবুক থেকে নানা রকম জ্ঞান সংগ্রহ করে মফিজের কানে পৌঁছে দেয়। এসব শুনে সহ্যসীমা ছাড়িয়ে গেলেও সে নীরব দর্শকের ভূমিকায় থাকে। সংসার নিয়ে তার জীবনদর্শন হলো, স্ত্রীর খুশিতে নিজে খুশি। স্ত্রীকে অখুশি রাখলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। এমনকি সে কথা না বাড়িয়ে সোজা বাপের বাড়ি যাওয়ার রাস্তা মাপে। সে আসলে স্ত্রীর কাছে বাহবা পেতে চায়। এতদিন নিজের হাতের রান্নার অনেক প্রশংসা করেছে। ছাত্রজীবনে বেশ কয়েক বছর একটি বাসায় ভাড়া থাকত। নিজে নিজেই রান্না করে খেয়েছে। তার বউ মুখের কথায় বিশ্বাসী নয়। এবার হাতেনাতে প্রমাণ পেতে চায়। প্রমাণ হিসেবে মফিজকে তিন বেলা রান্না করে খাওয়াতে হয়। সে এখন বলে, আদর করে আমার বউয়ের নাম কে মৌ রেখেছে?
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
ফেসবুক বউ
শফিক শাহরিয়ার
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর