ড্রাইভার পদে চাকরির জন্য বল্টু সাক্ষাৎকার দিতে গেল। সাক্ষাৎকার চলছে।
প্রশ্নকর্তা : আপনাকে আমার পছন্দ হয়েছে। চাকরিটা আপনাকে দেওয়া হবে। স্টার্টিং বেতন পাবেন ২ হাজার টাকা। আপনার কোনো সমস্যা নেই তো?
বল্টু : না, না, স্যার। আমার কোনো সমস্যা নেই। স্টার্টিং বেতন ঠিক আছে। কিন্তু ড্রাইভিং বেতন কত সেটাও তো জানা দরকার মনে হয়।
সংগ্রহ : মাহমুদুল হাসান সুমন, রসুলপুর চকপাড়া, গফরগাঁও, ময়মনসিংহ।
বাবা : কীরে, পরীক্ষায় কত নম্বর পেয়েছিস?
পল্টু : মাত্র এক এর জন্য একশো পাইনি।
বাবা : বাহ। তাহলে নিরানব্বই পেয়েছিস?
পল্টু : না, বাবা। দুইটা শূন্য পেয়েছি।
সংগ্রহ : হাসিন রায়হান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ভোলা সদর, ভোলা।