সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

স্কুল খুলবে তাই...

কাজী সুলতানুল আরেফিন

চাচাত ভাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখে মনে হলো, কেমন জানি মন মরা হয়ে আছে। মন খারাপের কারণ জানতে চাইলাম। সে বলল, ‘ভাইয়া, স্কুল খুলে যাচ্ছে তো তাই!’

আমি বললাম, ‘সেটা তো আনন্দের কথা’।

‘কিন্তু ভাইয়া আমি কোন ক্লাসে পড়তাম সেটাই ভুলে গেছি!’

‘আমার সঙ্গে মশকরা কর?’

‘না, ভাইয়া। আসলে কোন ক্লাসে গিয়ে বসব সেটা বুঝতে পারছি না’!

‘কেন?’

‘আমি ছিলাম ক্লাসের ফেল্টুস ছাত্র! এদিকে কোনো পরীক্ষাও দিতে হয়নি। তাই বুঝতে পারছি না আগের ক্লাসে গিয়ে বসব নাকি পরের ক্লাসে!’

‘সবাইকে অটো পাস দেওয়া হয়েছে। তবুও তুমি স্যারের সঙ্গে বোঝাপড়া করে নিও’!

‘আচ্ছা, ভাইয়া’।

এদিকে আবার জেঠাতো বোনের  চেঁচামেচি শুনতে পেলাম। তার নাকি বইগুলো পাওয়া যাচ্ছিল না। সে তার মাকে বারবার জিজ্ঞেস করছিল পুরনো জিনিসপত্রের সঙ্গে ভুলে তার বইগুলো আবার বিক্রি করে দিল নাকি? কী একটা অবস্থা! স্কুল বন্ধ ছিল বলে বইয়ের খোঁজ ছিল না?

এদিকে আরেক চাচাত ভাই আছে আনন্দে। সে হাঁটুতে তেল মাখছে। বলল, ‘মাসের পর মাস ঘরে বসে পায়ে মনে হয় জং ধরে গেছে! তেল দিলে নাকি জং কাটে?’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর