সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

♦ মন খারাপ কেন তোমার?

-পাঁচ শ ডলার ভাঙাতে চাই।

-ভাঙাও! কঠিন কোনো ব্যাপার তো নয়।

-কিন্তু আমার কাছে পাঁচ শ ডলার যে নেই!

 

♦ জার্মান লেখক এবং রাজনীতিবিদ জোহান ওল্ফগ্যাং একবার বন্ধুর কাছে বিশাল এক চিঠি লিখলেন। চিঠির শেষে ‘বি. দ্র.’ দিয়ে লেখা ছিল, ‘দুঃখিত। সময়স্বল্পতার কারণে চিঠিটা অল্প কথায় লিখতে পারলাম না।’

 

♦ চল্লিশ বছর পার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক। একদিন একজন এর কারণ জিজ্ঞেস করল।

লোকটি বলল, সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।

-তা একটিও পান নি?

-পেয়েছিলাম একটি, কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।

 

♦ একবার ভোলানাথ শখ করে প্রথমবারের মতো একটি বিখ্যাত রেস্টুরেন্টে খেতে গেছেন। ওয়েটার সামনে খাবার দিয়ে গেলেন। খাওয়া-দাওয়া শেষে বেসিনে হাত ধুতে গিয়ে ভোলানাথ হাত ধোয়ার বদলে পুরো বেসিনই ঘষামাজা শুরু করে দিয়েছেন। দেখে ওয়েটার আঁতকে উঠে বললেন, ‘আরে মশাই, আপনি করছেনটা কী? আপনি বেসিন পরিষ্কার করছেন কেন?’ ভোলানাথ রেগে গিয়ে বললেন, ‘আপনারাই তো বোকার মতো বেসিনের ওপর লিখে দিয়েছেন-ওয়াশ বেসিন। তাই তো বেসিন পরিষ্কার করছি। মশাই, আগে পড়াশোনাটা ভালো করে জেনে তারপর এসব নোটিশ টাঙাবেন, বুঝলেন?

সংগ্রহ : মনির হোসেন, সদর, গাজীপুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর