এক.
তোমার নির্মল হাসি।
চেরি ফুলের উল্লাস।
আমি খুব ভালোবাসি।
দুই.
তুমি হাত নাড়ো।
মেঘ উড়ে যায়।
কবি ভিজে যায়।
তিন.
তোমার হাতের ছোঁয়া।
বাঁশবনে পাখি ডাকে।
রাত পার হয় সুখে।
চার.
তোমার শরীর ভরা শস্যের সম্ভার।
মরা নদী থেমে যায় জলের তৃষ্ণায়।
আমার হূদয়জুড়ে বেদনা অপার।
পাঁচ.
প্রিয় লাল আগুনের কণা, তুমি যে কোথায়!
ডেকে ডেকে মগডালে রক্ত ঝরায় কাকেরা।
ভালোবাসা বুকে নিয়ে আমি দীর্ঘ প্রতীক্ষায়।