সবকিছুর সাথে তুমুলভাবে থেকে
কোনো কিছুতে না থাকা
বন্ধু সমুদ্রে ডুবে
সব বন্ধুত্ব হারিয়ে ফেলা
সম্পর্ক তৈরির প্রতিযোগিতায় নেমে
সব সম্পর্ক ধসে পড়া
প্রাচুর্যের সূর্যে বসবাস করে
নিঃস্বতায় জোছনা খোঁজা
বিশেষণকে সিংহাসন দিয়ে
বিশেষ্যকে বিসর্জন দেওয়া
নি-িদ্র থেকেও
সামান্য তরঙ্গে ভীত হওয়া
জলে চাপ পড়লে সমুদ্র জলোচ্ছ্বাসে
সূর্যকেই চুমু খায়।