বিশ্বজুড়ে বিয়ে একটি সামাজিক প্রথা। জীবন সঙ্গী বেছে নিতেই সাধারণত বিয়ে করা হয়। কিন্তু ‘যস্মিন দেশে যদাচার’ বলে একটা কথা রয়েছে। এসব কথা তো আর এমনি এমনি তৈরি হয়নি। এক দেশে যেটা রীতিমতো আবশ্যকীয় কাজ, সেটাই আরেক দেশে রীতিমতো অপরাধ! পৃথিবীর প্রতিটি দেশেই বিয়ের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মকানুন অনুসরণ করা হয়। এক্ষেত্রে এক দেশের কায়দার সঙ্গে অন্য দেশের কায়দা একদমই মেলে না। একই সঙ্গে কিছু কিছু দেশ আছে যাদের বিয়ের রীতিনীতি একেবারেই অদ্ভুত। এসব নিয়ম শুনলে হয়তো হাসি পাবে, আবার রীতিমতো আক্কেল গুড়ুমও হয়ে যেতে পারে। গাছ, কুকুর, সেক্সডল এমনকি মৃত আত্মাকেও বিয়ের নজির রয়েছে। এবার ৯৩ বছর পুরনো ঝাড়বাতির সঙ্গে বিয়ের ঘোষণা দিয়েছেন আমান্ডা নামের এক ব্রিটিশ নারী। চ্যানেল ফোরের ‘স্টেফস প্যাকড লাঞ্চ’ নামের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমান্ডা। সেখানেই বিভিন্ন বস্তুর প্রতি প্রেমের কথা জানান তিনি। এরপর ‘লুমিনেরে’ নামের এই ঝাড়বাতির সঙ্গে বিয়ের ঘোষণা দেন। তিনি বলেন, ‘জড় বস্তুগুলো শুধু এক জায়গায় ঠাঁয় বসে রয়েছে তা কিন্তু নয়। তাদের মধ্যে এক ধরনের বিশেষ এনার্জি রয়েছে। এটি আপনাকে অনুভব করতে হবে। আমি এটি অনুভব করেছি এবং প্রেমে পড়েছি। এটি শুধু এই ঝাড়বাতির ক্ষেত্রে নয়, আগেও আমি এমনটা অনুভব করেছি।’ তিনি আরও বলেন, ‘আমার বিষয়টি বুঝতে অনেক সময় লেগেছে। এটি ঠিকমতো বুঝতে না পারলেও মেনে নিয়েছি। বিষয়টি বোঝানো অনেক কঠিন। কারণ আমি নিজেও জানি না কেন বস্তুর প্রেমে পড়ি। এর ব্যাখ্যা দিতে পারব না। শুধু এগুলোর প্রতি ভালোবাসা অনুভব করি। অন্যরকম এক টান কাজ করে। বোঝাতে পারব না। আমার মনে হয়, এগুলো কত সুন্দর।’ তবে মজার বিষয় হলো, এর আগে স্ট্যাচু অব লিবার্টির প্রেমে পড়েছিলেন আমান্ডা। এ জন্য নামের সঙ্গে লিবার্টি জড়িয়ে আমান্ডা লিবার্টিও রেখেছেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ভিন্ন খবর
ঝাড়বাতির সঙ্গে বিয়ে
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর