শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গবেষণায় যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেলেন খায়রুল

আমি সত্যিই এখানে কিছু মহান মানুষের সান্নিধ্য পেয়ে ধন্য। আমি সহযোগী অনেক গবেষণা করি। আমি আমার দলের সব সদস্যের প্রতি কৃতজ্ঞ...

শনিবারের সকাল ডেস্ক

গবেষণায় যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেলেন খায়রুল

গবেষণায় অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েইন বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি খায়রুল ইসলাম। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র যান খায়রুল ইসলাম। এর আগে তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ঢাবি প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে প্রায় পাঁচ বছর কাজ করেন। তিনি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে অ্যাডজানক্ট ইনস্ট্রাকটর হিসেবে যোগদান করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ওয়েইন বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতির বিষয়টি জানিয়েছেন সবাইকে। খায়রুল ইসলাম নিজের অনুভূতি প্রকাশ করে লিখেন, ‘খুশির খবর, বন্ধুরা! আমাদের বিভাগ আমাকে ২০২১ সালে গবেষণায় অসামান্য অবদানের জন্য পুরস্কার দিচ্ছে! এই অবিশ্বাস্য স্বীকৃতির জন্য আমি খুবই সম্মানিত এবং রোমাঞ্চিত! এটা সত্যিই আমার জন্য একটি উৎপাদনক্ষম বছর ছিল।’

তিনি আরও জানান, ‘১০টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলন উপস্থাপনা, শীর্ষ স্তরের জার্নালে তিনটি প্রকাশনা এবং উইলি-ব্ল্যাকওয়েল থেকে প্রকাশিত একটি বইয়ের অধ্যায়। এ যাত্রায় আমাকে সমর্থন করার জন্য সবাইকে এবং আমার দুর্দান্ত বিভাগকে ধন্যবাদ! আমি সত্যিই এখানে কিছু মহান মানুষের সান্নিধ্য পেয়ে ধন্য। আমি সহযোগী অনেক গবেষণা করি। আমি আমার দলের সব সদস্যের প্রতি কৃতজ্ঞ।’

সর্বশেষ খবর