শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পর্তুগালে কৃষিতে বাংলাদেশিদের সাফল্য

শনিবারের সকাল ডেস্ক

পর্তুগালে কৃষিতে বাংলাদেশিদের সাফল্য

দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল। যার তিন দিকে ঘেরা আটলান্টিক মহাসাগর। পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর লিসবন। দেশটির অর্থনীতির অন্যতম প্রধান আয়ের একটি হলো কৃষি। পর্তুগালের মূল ভূখন্ডের ছাব্বিশ শতাংশ অঞ্চল কৃষি কাজে ব্যবহৃত হয়। গত বছর করোনা মহামারীতে বিশ্ব শ্রম বাজারের অস্থিরতা পর্তুগালেও দেখা যায়। করোনার মহামারীর প্রভাব পড়েছে পর্তুগালের পর্যটন এবং কৃষি শিল্পে। যার কারণে বন্ধ হয়ে যায় হোটেল, রেস্টুরেন্ট ও ট্যুরিজমসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। চাকরি হরিয়েছেন কয়েক হাজার প্রবাসী। করোনা পরবর্তীতে পর্তুগালের অর্থনীতিতে চাঙা করতে সরকার বর্তমানে অগ্রাধিকার দিচ্ছে কৃষি খাতকে। এমন সময়ে বাংলাদেশিরা জায়গা করে নিয়েছেন কৃষিকাজ, কনস্ট্রাকশন, ডেইরি ফার্ম, মিল্কিং ফার্ম, পোলট্রি ফার্ম এবং গ্রিন হাউসসহ বিভিন্ন সেক্টরে। বর্তমানে পর্তুগালের কৃষি শিল্পে বিশ্বের অনেক দেশের শ্রমিক কাজ করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং ব্রাজিল, রোমানিয়া ও আফ্রিকার অনেক দেশ। অতীতে দক্ষিণ এশিয়ার মধ্যে কৃষি কাজে সবচেয়ে বেশি প্রাধান্য পেত নেপালি শ্রমিকরা। নেপাল তাদের সেই সুনাম আর ধরে রাখতে পারেনি। সেই সুবাদে কৃষি সেক্টরে নতুন করে স্থান দখল করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে পর্তুগালে কৃষি শ্রমিক হিসেবে প্রবাসী বাংলাদেশিদের বেশ সুনাম রয়েছে। পর্তুগালের গিমারেশ থেকে প্রবাসী বাংলাদেশি শ্রমিক হাবিবুল্লাহ বলেন, আমরা এখানে প্রায় ২৫ জন বাংলাদেশি কাজ করছি। মিলফনতেছ থেকে দুলাল আহমেদ বলেন বর্তমানে এখানে রোজ বেরি, স্ট্রবেরি, ব্লেবেরি, কিউ ভি, আঙ্গুর, জয়তুন, আপেল, মাল্টা জাতীয় বিভিন্ন এগ্রিকালচার কোম্পানিতে কাজ করছেন প্রবাসীরা।

 

সর্বশেষ খবর