একজন তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল। যিনি বছর কয়েক আগে মানববিহীন অগ্নিনির্বাপণ রোবট উদ্ভাবন করে হইচই ফেলে দিয়েছেন দেশজুড়ে। এ উদ্ভাবনী কাজ করতে গিয়ে সম্মুখীন হয়েছেন নেতিবাচক অভিজ্ঞতার। তা থেকে শিক্ষা নিয়ে খুদে বিজ্ঞানীদের জন্য একটি প্ল্যাটফরম তৈরির চিন্তা মাথায় আসে তার। নোবেলের চিন্তার প্ল্যাটফরম ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’ই এখন দেশের খুদে রোবটিক্স বিজ্ঞানীদের আলোকবর্তিকা। গত চার বছরে ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’ থেকে অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণ নিয়েছেন হাজারো খুদে বিজ্ঞানী। শুধু প্রশিক্ষণ নয়, রোবটিক্সের ওপর গবেষণা ও অ্যাপ উন্নয়নেও কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রামের গবেষকরা। রিসার্চ ল্যাব চট্টগ্রামের উদ্যোক্তা জাহেদ হোসাইন নোবেল বলেন, ‘স্কুল -কলেজ শিক্ষার্থীদের অনেকেই রোবটিক্স শিখতে চায়। কিন্তু পারিবারিক ও আর্থিক সমস্যা, যন্ত্রপাতির সংকট, ল্যাব সুবিধা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে তাদের সে আশা পূরণ হয় না। ফলে আগ্রহী হওয়ার পরও পিছিয়ে পড়ে তারা। সুবিধাবঞ্চিত খুদে বিজ্ঞানীদের কথা চিন্তা করেই রিসার্চ ল্যাব চট্টগ্রাম রোবটিক্স নিয়ে প্রশিক্ষণ, উদ্ভাবন ও গবেষণার সুযোগ দিচ্ছে। যাতে বিনামূল্যে যে কেউ প্রশিক্ষণ ও গবেষণা করতে পারছে।’ রিসার্চ ল্যাব চট্টগ্রামের উপদেষ্টা ড. মুহাম্মদ মহিউদ্দিন মাহি বলেন, ‘নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান ও রোবটিক্স শিক্ষা সহজে পৌঁছে দিতে কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। তারা বিনামূল্যে যন্ত্রপাতি ব্যবহারে সুযোগ-সুবিধা দেওয়া, উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। বেসরকারি পর্যায়ে এটি অসাধারণ উদ্যোগ।’ মানববিহীন অগ্নিনির্বাপণ রোবট ‘বাংলাদেশ রোবট ফোর্স’ উদ্ভাবন করা তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেলই হচ্ছেন ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র স্বপ্নদ্রষ্টা। যিনি রোবট উদ্ভাবন করতে গিয়ে পদে পদে সম্মুখীন হয়েছেন সমস্যার। তার মতো যাতে কোনো খুদে বিজ্ঞানীকে পদে পদে সমস্যার সম্মুখীন হতে না হয় এ জন্যই আলাদা একটি প্ল্যাটফরম তৈরির চিন্তা মাথায় আছে। ২০১৬ সালের ১৩ জুন ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র যাত্রা শুরু হয়। ২০১৯ সালের ৪ মার্চ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রিসার্চ ল্যাব চট্টগ্রামকে বিজ্ঞান ক্লাব হিসেবে অনুমোদন দেয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা রোবটিক্সে আগ্রহী যে কেউ এ ল্যাবের সঙ্গে যুক্ত হতে পারে। বর্তমানে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট বেবি সুপার মার্কেট এলাকার তিন কক্ষবিশিষ্ট একটি বাসায় চলছে এ ল্যাবের কার্যক্রম। শুরুর পর থেকে অনলাইন এবং অফলাইনে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষণ নিয়েছেন হাজারের ওপরে খুদে বিজ্ঞানী। চট্টগ্রাম রিসার্চ ল্যাবের সাধারণ সদস্য রয়েছে পাঁচ শতাধিক, ক্যাম্পাস প্রতিনিধি দেড় শতাধিক।
শিরোনাম
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
প্রযুক্তি
খুদে বিজ্ঞানীদের ‘আলোকবর্তিকা’ রিসার্চ ল্যাব
বিনামূল্যে দেওয়া হচ্ছে রোবটিক্স প্রশিক্ষণ
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর