একজন তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল। যিনি বছর কয়েক আগে মানববিহীন অগ্নিনির্বাপণ রোবট উদ্ভাবন করে হইচই ফেলে দিয়েছেন দেশজুড়ে। এ উদ্ভাবনী কাজ করতে গিয়ে সম্মুখীন হয়েছেন নেতিবাচক অভিজ্ঞতার। তা থেকে শিক্ষা নিয়ে খুদে বিজ্ঞানীদের জন্য একটি প্ল্যাটফরম তৈরির চিন্তা মাথায় আসে তার। নোবেলের চিন্তার প্ল্যাটফরম ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’ই এখন দেশের খুদে রোবটিক্স বিজ্ঞানীদের আলোকবর্তিকা। গত চার বছরে ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’ থেকে অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণ নিয়েছেন হাজারো খুদে বিজ্ঞানী। শুধু প্রশিক্ষণ নয়, রোবটিক্সের ওপর গবেষণা ও অ্যাপ উন্নয়নেও কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রামের গবেষকরা। রিসার্চ ল্যাব চট্টগ্রামের উদ্যোক্তা জাহেদ হোসাইন নোবেল বলেন, ‘স্কুল -কলেজ শিক্ষার্থীদের অনেকেই রোবটিক্স শিখতে চায়। কিন্তু পারিবারিক ও আর্থিক সমস্যা, যন্ত্রপাতির সংকট, ল্যাব সুবিধা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে তাদের সে আশা পূরণ হয় না। ফলে আগ্রহী হওয়ার পরও পিছিয়ে পড়ে তারা। সুবিধাবঞ্চিত খুদে বিজ্ঞানীদের কথা চিন্তা করেই রিসার্চ ল্যাব চট্টগ্রাম রোবটিক্স নিয়ে প্রশিক্ষণ, উদ্ভাবন ও গবেষণার সুযোগ দিচ্ছে। যাতে বিনামূল্যে যে কেউ প্রশিক্ষণ ও গবেষণা করতে পারছে।’ রিসার্চ ল্যাব চট্টগ্রামের উপদেষ্টা ড. মুহাম্মদ মহিউদ্দিন মাহি বলেন, ‘নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান ও রোবটিক্স শিক্ষা সহজে পৌঁছে দিতে কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। তারা বিনামূল্যে যন্ত্রপাতি ব্যবহারে সুযোগ-সুবিধা দেওয়া, উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। বেসরকারি পর্যায়ে এটি অসাধারণ উদ্যোগ।’ মানববিহীন অগ্নিনির্বাপণ রোবট ‘বাংলাদেশ রোবট ফোর্স’ উদ্ভাবন করা তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেলই হচ্ছেন ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র স্বপ্নদ্রষ্টা। যিনি রোবট উদ্ভাবন করতে গিয়ে পদে পদে সম্মুখীন হয়েছেন সমস্যার। তার মতো যাতে কোনো খুদে বিজ্ঞানীকে পদে পদে সমস্যার সম্মুখীন হতে না হয় এ জন্যই আলাদা একটি প্ল্যাটফরম তৈরির চিন্তা মাথায় আছে। ২০১৬ সালের ১৩ জুন ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র যাত্রা শুরু হয়। ২০১৯ সালের ৪ মার্চ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রিসার্চ ল্যাব চট্টগ্রামকে বিজ্ঞান ক্লাব হিসেবে অনুমোদন দেয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা রোবটিক্সে আগ্রহী যে কেউ এ ল্যাবের সঙ্গে যুক্ত হতে পারে। বর্তমানে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট বেবি সুপার মার্কেট এলাকার তিন কক্ষবিশিষ্ট একটি বাসায় চলছে এ ল্যাবের কার্যক্রম। শুরুর পর থেকে অনলাইন এবং অফলাইনে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষণ নিয়েছেন হাজারের ওপরে খুদে বিজ্ঞানী। চট্টগ্রাম রিসার্চ ল্যাবের সাধারণ সদস্য রয়েছে পাঁচ শতাধিক, ক্যাম্পাস প্রতিনিধি দেড় শতাধিক।
শিরোনাম
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
প্রযুক্তি
খুদে বিজ্ঞানীদের ‘আলোকবর্তিকা’ রিসার্চ ল্যাব
বিনামূল্যে দেওয়া হচ্ছে রোবটিক্স প্রশিক্ষণ
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর