টাঙ্গাইলের সখীপুরে ঘরে বসে নকশি কাঁথা তৈরি, রংবেরঙের সুতা ও পুঁতি দিয়ে থ্রিপিচ, শাড়িতে নকশা করা, জামাকাপড় তৈরি এবং বিভিন্ন ধরনের শো পিচ তৈরির মাধ্যমে অর্থোপার্জন করছে গ্রামীণ নারীরা। বিভিন্ন অনলাইনে ও বাড়িতে ছোটখাটো দোকান সাজিয়ে বিক্রি করছে নিজেদের তৈরি জিনিসপত্র। নিজেকে আরও যোগ্য ও কাজের গুণগতমান বৃদ্ধি করতে উপজেলা মহিলাবিষয়ক অধিদফতর থেকে তিন মাসব্যাপী প্রশিক্ষণ নিচ্ছেন তারা। প্রশিক্ষণ নিয়ে প্রায় দেড়শত নারী ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে এখন প্রতিষ্ঠিত।
খোঁজ নিয়ে জানা যায়, সমাজে ও পরিবারে বিভিন্নভাবে অবহেলিত, অসহায় এবং অসচ্ছল গ্রামীণ নারীরা নিজেদের প্রতিষ্ঠা করতে ঘরে বসেই নকশিকাঁথা তৈরি, থ্রি পিচে নকশা করা, পুঁতি দিয়ে শো পিচ তৈরি করছেন। অনেকেই শখের বসে এসব জিনিস তৈরি করে নিজেদের চাহিদা পূরণ করছেন। প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্যাশন ডিজাইন ও ক্রিস্টাল শো-পিচ এবং ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি) তৈরির প্রশিক্ষণ নিচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা। পারুল আক্তার বলেন, নিজের বাড়িতেই একটি রুম তৈরি করেছি। সেখানে জামা কাপড় ও থ্রি-পিচ তৈরি করি, ডিজাইন করি এবং নকশি কাঁথা তৈরি করে মাসে প্রায় ১৫ হাজার টাকা আয় হয়। তা দিয়ে ছেলেমেয়ের লেখাপড়া করাই। আমার স্বামী নাই, এই দোকানই আমার সম্বল।