৭ জানুয়ারি, ২০২৪ ০৩:২৪

গন্তব্যে পৌঁছেছে ভারতের প্রথম সৌরযান আদিত্য

অনলাইন ডেস্ক

গন্তব্যে পৌঁছেছে ভারতের প্রথম সৌরযান আদিত্য

নতুন বছরে ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।  ইসরোর প্রথম সূর্য মিশন-আদিত্য এল-ওয়ান শনিবার নির্ধারিত সময় অনুযায়ী লগরেঞ্জ পয়েন্টে প্রবেশ করেছে।

ল্যাগ্রাঞ্জ পয়েন্ট হলো সেই অঞ্চল যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যকার মাধ্যাকর্ষণ নিরপেক্ষ হয়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যালো কক্ষপথ এলওয়ান পয়েন্টের চারপাশে উপগ্রহের মাধ্যমে সূর্যকে একটানা দেখা যায়। এটি সূর্যের সমস্ত ক্রিয়াকলাপের ওপর নজর রাখা যায়। ২০২৩-এর সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হয় আদিত্য এলওয়ান সৌরযানটিকে। এখন পৃথিবী থেকে ভারতের প্রথম সৌরযানটির দূরত্ব ১৫ লাখ কিলোমিটার। ৪০০ কোটি টাকার এই মিশনটি এখন সৌর ঝড় থেকে ভারতসহ সমগ্র বিশ্বের উপগ্রহগুলিকে রক্ষা করবে।

এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন। টুইটে তিনি বলেছেন, ভারত আরেকটি মাইলফলক অর্জন করেছে। ভারতের প্রথম সৌরযান আদিত্য-এলওয়ান তার গন্তব্যে পৌঁছেছে। এটি সবচেয়ে জটিল মহাকাশ মিশনগুলির মধ্যে একটি। তবে আমাদের বিজ্ঞানীদের প্রচেষ্টা সফল হয়েছে। এটি অক্লান্ত পরিশ্রমের একটি ফল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর