১৭ মে, ২০২৪ ২০:৩২

এবার পিরামিড রহস্যের সমাধান হচ্ছে?

অনলাইন ডেস্ক

এবার পিরামিড রহস্যের সমাধান হচ্ছে?

এবার নীল নদের একটি মৃত শাখা আবিষ্কারের দাবি করেছে বিজ্ঞানীরা। জানা যায় নীল নদের এই শাখাটি মরুভূমির বালুর নিচে চাপা পড়েছিল।

আর এই আবিষ্কার মিশরের পিরামিড রহস্য উন্মোচনে সহায়তা করবে বলেই আশা করা হচ্ছে। এতো হাজার বছর আগে পিরামিড কীভাবে নির্মাণ করা হয়েছিল সে নিয়ে বিজ্ঞানীরা এখনও বিস্মিত। 

সদ্য প্রকাশিত গবেষণাপত্রে নীল নদের এই শাখাটি খুঁজে পাওয়ার বিষয়ে জানানো হয়েছে। এটির দৈর্ঘ্য ছিল ৬৪ কিলোমিটার। বিজ্ঞানীদের দাবি, ৩১টি পিরামিডের কাছ দিয়ে বয়ে গিয়েছিল এই নদীটি। এর মধ্যে বিখ্যাত গিজার পিরামিডও রয়েছে।

বিজ্ঞানীদের ধারণা, এই শাখা নদ দিয়ে পাথরের বড় বড় খণ্ড বহন কর আনা হতো। আর সেই পাথর দিয়েই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল।

পিরামিডের বিশালাকায় পাথরখণ্ডগুলো বহন করতে যে জলপথ ব্যবহার করা হয়েছিল, সে ধারণা আগেও ছিল প্রত্নতত্ত্ববিদদের। তবে এমন কোনো জলপথের অবস্থান ও আকার নিয়ে কেউ নিশ্চিত ছিলেন না।

গবেষণাপত্রের প্রধান রচয়িতা ও যুক্তরাষ্ট্রের উইলমিংটনে অবস্থিত ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমান গোনেইম।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর