সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শেখ জামালের দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

উপর্যুপরি দ্বিতীয় জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে গতকাল জয় পেয়েছে লিজেন্ড অব রূপগঞ্জও। বিকেএসপিতে শেখ জামাল ২৮ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। বিকেএসপিতে আরেক ম্যাচে ব্রাদার্স ২৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে এবং নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে মোহামেডানের টানা দ্বিতীয় হার উপহার দিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। রূপগঞ্জ জিতেছে ৬২ রানে। বিকেএসপিতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন তানভীর হায়দার ও ভি এস রঞ্জি। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে শেখ জামালের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৯৪ রান। ৫৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন রঞ্জি ও ইলিয়াস সানি। দুজনে যোগ করেন ৯৪ রান। রঞ্জি ৭৬ বলে ৫৮ রান করেন ৫ চার ও এক ছক্কায়। ইলিয়াস ৪০ রান করেন ৬৪ বলে। শেষ দিকে তানভীর মাত্র ৪৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭১ রানের ইনিংস খেললে শেখ জামালের স্কোর তিনশ ছুঁই ছুঁই করে। অগ্রণীর সফর বোলার শফিউল ৪ উইকেট নেন ৬৮ রানের খরচে। ২৯৫ রানের টার্গেটে খেলতে নেমে ৪৯.১ ওভারে ২৬৬ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ধীমান ঘোষ। জামালের পক্ষে ৩টি করে উইকেট নেন নাজমুল ও ইলিয়াস। আরেক ম্যাচে ব্রাদার্স ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৪ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি। কাপালির ৬৭ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও সমসংখ্যক ছক্কা। শেষ দিকে ইয়াসির আলি ৬৩ বলে করেন ৬৯ রান। জবাবে প্রাইম ব্যাংকের ইনিংস থেমে যায় ৪৭.৪ ওভারে ২৭০ রানে। ফতুল্লায় রূপগঞ্জ প্রথমে ব্যাট করে আব্দুল মজিদের ৭০ রানে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩১ রান করে। জবাবে শহীদ (৩/৩৩), আসিফ (৩/৩৭) ও মোশাররফ রুবেলের (৪.২৩) আক্রমণাত্মক বোলিংয়ে মোহামেডানের ইনিংস শেষ হয় ৪৪.৩ ওভারে ১৬৯ রানে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর