বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঘরের মাঠে স্বপ্ন দেখছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে স্বপ্ন দেখছে বাংলাদেশ

গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গ্রুপপর্বই পাড়ি দিতে পারেনি। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে বিদায় নিয়েছিলেন মামুনুলরা। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জিতলেও তা কোনো কাজে আসেনি। ২০১৩ ও ২০১১ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও গ্রুপপর্ব খেলে বিদায় নিয়েছিল বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নের আসর বসবে ঢাকায়। এবার আর কোনো ভুল করতে রাজি নয় বাংলাদেশ। নিজেদের মাটিতে সেরা খেলাটা খেলতেই প্রস্তুতি শুরু করছে তারা। স্বপ্ন দেখছে ১৫ বছর সাফে শিরোপা জেতার। আগামী ২৭ মার্চ ২০১৮ তারিখ লাওসে অনুষ্ঠিত ‘ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচে’ অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রস্তুতি ম্যাচ খেলার জন্য নিজেদের প্রস্তুত করতে গতকাল থেকেই শুরু করেছে জাতীয় দল। প্রাথমিকভাবে নির্বাচিত ৩৫ সদস্যের এই দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আন্তর্জাতিক হোস্টেলে অনুষ্ঠিত হবে। গতকাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস্ কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ-এমপি, বাফুফে সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু, বাফুফে সদস্য ও টিম ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু।

সর্বশেষ খবর