Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১১ জুলাই, ২০১৮ ২৩:৪২

জ্যামাইকায় টাইগারদের ভাগ্য কি বদলাবে

ক্রীড়া প্রতিবেদক

জ্যামাইকায় টাইগারদের ভাগ্য কি বদলাবে

বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের বাড়ি জ্যামাইকায়। এই জ্যামাইকাতেই আজ দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। জ্যামাইকার আবহাওয়া, ভেন্যুর নাড়ি-নক্ষত্র সবই জানেন ওয়ালশ। কিন্তু বোলিং কোচের টিপসে আজ ভাগ্য বদলাবে বাংলাদেশ দলের? অ্যান্টিগার টেস্টটি ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন। ইনিংস ব্যবধানে তো হেরেছেই, টাইগারদের সঙ্গী হয়েছে ৪৩ রানের লজ্জা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সর্বনিম্ন রানের স্কোর। দুঃস্বপ্নের ম্যাচটি ভুলে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে আশাবাদী ওয়ালশ, ‘প্রথম টেস্ট অবশ্যই আমাদের প্রত্যাশা মতো ভালো যায়নি। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো খেলেছে এবং জিতেছে। তবে আরেকটি টেস্ট আছে। আমাদের সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। আশা করি, আমরা যতটা পারি, ভালো  খেলব। উন্নতি করতে পারব। অবশ্যই এটি বড় এক পরীক্ষা। দেশের বাইরে আমাদের রেকর্ড ভালো নয়। তারপরও চেষ্টা করব ভালো কিছু করার।’


আপনার মন্তব্য