বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাতে সাত বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

সাতে সাত বসুন্ধরা কিংস

ছবি : রোহেত রাজীব

শক্তির তুলনায় পরিষ্কার ফেবারিট। তবুও পুরো পয়েন্ট সংগ্রহ করতে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ঘাম ঝরাতে হয়েছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার ফুটবল লিগে ২-১ গোলে হারিয়েছে পুলিশকে। প্রথম ম্যাচে অস্কারের শিষ্যরা জয় পেয়েছিলেন উত্তর বারিধারার বিপক্ষে। ফেডারেশন কাপে পাঁচ ও লিগে দুটি মিলে নতুন মৌসুমে টানা সাত ম্যাচেই জয় পেল আলোচিত দলটি। আগে প্রতিটি ম্যাচেই গোল করেন রাউল। টানা ছয় ম্যাচে টানা ৬ গোল করেন এ আর্জেন্টাইন ফুটবলার। গতকাল দলের জয়ের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। প্রথমার্ধে ১৬ মিনিটে তিনি গোল করে দলকে এগিয়ে রাখেন। এরপর আক্রমণ অব্যাহত রাখলেও ব্যবধান বাড়াতে পারছিল না কিংস।

পুলিশও গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। সত্যি বলতে কী প্রথমার্ধের ৩০ মিনিট যাওয়ার পরই তারা কিংসের রক্ষণভাগকে চাপে রাখে। গোল করতে ছুটে আসেন পুলিশের ডিফেন্ডারও। সফলও হয়, ৪২ মিনিটে অধিনায়ক ল্যানসিওলি তোরে পরাস্ত করেন গোলরক্ষক জিকোকে। তবে কিংসের ডিফেন্ডাররা সতর্ক থাকলে গোলটি এড়ান যেত। এমন সময় গোল শোধ হয়, তাতে মনে হচ্ছিল প্রথমার্ধে ব্যবধান ১-১ থাকবে। কিন্তু ইনজুরি টাইমে রবসন রবিনহো চমৎকার ভলিতে জালে বল পাঠালে ২-১ গোলে এগিয়ে থাকে কিংস।

এদিকে রাতে শিরোপা প্রত্যাশী আরেক দল ঢাকা আবাহনী ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে। ৩৫ মিনিটে তোরেস পেনাল্টি থেকে গোল করেন। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলফোর্ট। আজ শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ মুখোমুখি হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর