বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লিগ শুরুর পরিকল্পনা

পেশাদার ফুটবলে দ্বিতীয় লেগ শুরু নিয়ে আজ আবার বৈঠক ডেকেছে বাফুফে। তার আগে গতকাল লিগ শুরুর অনুমতি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চিঠিও দিয়েছে বাফুফে। খসড়া ফিকশ্চার হাতে নিয়েই ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে বসবেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। সম্ভবত ২৯ এপ্রিল থেকে দ্বিতীয় লেগ মাঠে নামাতে চায় বাফুফে। চিঠিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে করোনাভীতি অবস্থায় সারা বিশ্বেই ফুটবল চলছে। বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে লিগ শুরু করা সম্ভব। এখন তা নির্ভর করছে সরকারের অনুমতির ওপর।

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে গতবার লিগ বন্ধ হওয়ায় ক্লাব ও ফুটবলাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারও যদি তার পুনরাবৃত্তি ঘটে ফুটবলে দৈন্যদশা নেমে আসবে। খসড়া ফিকশ্চার করা হয়েছে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বকে গুরুত্ব দিয়ে। কদিন লিগ বন্ধ থাকবে তাও তুলে ধরা হয়েছে। ফিকশ্চার আগেই ক্লাবগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সভায় তারা যা মতামত দেবেন সেভাবেই কাজ হবে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানান বৈঠকে আমাদের প্রতিনিধি থাকবে। তবে ২৯ এপ্রিল লিগ শুরু করলে আমরা মেনে নেব। আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, দ্রুত লিগ শুরু দরকার। ২৯ এপ্রিল মাঠে গড়ালে কোনো ক্লাবের আপত্তি থাকবে বলে মনে হয় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর