সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

কে হবে লা লিগা চ্যাম্পিয়ন!

ক্রীড়া ডেস্ক

গত শনিবার স্প্যানিশ লা লিগায় ন্যু ক্যাম্পে বার্সেলোনা-অ্যাটলেটিকো ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় শিরোপা লড়াই জমে উঠেছে আবারও। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। ৩৪ ম্যাচে রিয়াল মাদ্রিদ ৭৪ পয়েন্ট নিয়ে তিনে। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো সামনের সবকটি ম্যাচ জিতলে সমান পয়েন্ট সংগ্রহ করবে। তবে হেড টু হেড পয়েন্টে এগিয়ে থাকায় রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন হবে। এই দুই দল পয়েন্ট হারালেই কেবল বার্সার সামনে লিগ জয়ের সুযোগ আসবে। অ্যাটলেটিকোর সামনে সবই সহজ ম্যাচ (সুসিদাদ, ওসাসুনা ও ভ্যায়াদলিদ)। রিয়ালের অবশ্য কঠিন ম্যাচ আছে। অ্যাটলেটিকোর সঙ্গে ড্র করে এবারে লা লিগা জয়ের সুযোগ হারিয়েছে বার্সেলোনা।

সর্বশেষ খবর