সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন সুজন

‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। তারপরও আমি মনে করি আমাদের সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে। কারণ ওয়ানডে সিরিজে আমরা শক্তিশালী প্রতিপক্ষ।’

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থানে উঠার হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এজন্য ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারাতে হবে। জিততে হবে সিরিজ। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে বাংলাদেশ। ওয়ার্ল্ড সুপার কাপ খেলতে শ্রীলঙ্কা ১৬  মে ঢাকায় পা রাখছে। দিবা-রাত্রির ম্যাচ তিনটি যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ মে। ঘরের মাঠ বলেই সিরিজ জয়ের স্বপ্ন  দেখছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে আসা বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। তারপরও আমি মনে করি আমাদের সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে। কারণ ওয়ানডে সিরিজে আমরা শক্তিশালী প্রতিপক্ষ।’

 ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। কিন্তু মার্চে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে যাচ্ছেতাই ফিল্ডিং করেছিল তামিম বাহিনী। মিস করেছিল ১০টি ক্যাচ। এবার কঠোর পরিশ্রম করছে। গতকাল ঈদের আগে শেষ অনুশীলন করেছেন মুশফিক, মাহমুদুল্লাহ, সাইফরা। ২১  মে প্রস্তুতি ম্যাচ। ২৩ মে প্রথম ওয়ানডে। মূল লড়াইয়ে নামার টাইগাররা ফের অনুশীলনে নামবেন ১৮ মে। অনুশীলনে যোগ দিবেন আইপিএল  খেলে ফেরত আসা সাকিব ও মুস্তাফিজ। গতকাল মিরপুর স্টেডিয়ামে মাহমুদ বলেন, ‘আমাদের আর শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই। তাই ওদের হালকা  মেজাজে নেওয়া ঠিক হবে না।’ শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে পরাজয়ের জন্য সুজন কাউকে দোষারোপ করতে রাজি নন। এমনকি টাইগারদের কোচ ডোমিঙ্গো কতদিন দলের দায়িত্বে থাকবেন, তা নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক এ তারকা ক্রিকেটার। তবে দলের যে কিছু সমস্যা আছে তা স্বীকার করেছেন তিনি।  এখন পর্যন্ত দ্বীপরাষ্ট্রের বিপক্ষে ৪৮ ওয়ানডে খেলে জয় ৭টি এবং হার ৩৯টি। ঘরের মাঠে ১৭ ম্যাচে জয় ৪টি। এবার পারবে কি সিরিজ জিততে তামিম বাহিনী?

সর্বশেষ খবর