নতুন বছর শুরু হবে আগামীকাল। ২০২১ সালে ওয়ানডেতে বেশ ভালো সময় কাটিয়েছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের মোট ১২ ম্যাচ খেলে জয় ৮ এবং হার ৪। চার সিরিজের তিনটিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে। হেরেছে নিউজিল্যান্ডের কাছে। টাইগারদের এই পারফরম্যান্সে ব্যাট ও বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। সেজন্য তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার ইয়ামেনান মালান। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিচারে আইসিসি অ্যাওয়ার্ডস প্যানেল এই তারিখ তৈরি করেছে। এর আগে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœ ও নিউজিল্যান্ডের কাইলি জেমিসন এবং টি-২০ ক্রিকেটে বর্ষসেরার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৬-১৭ জানুয়ারি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করবে আইসিসি। সাকিব চলতি বছর ৯ ওয়ানডে খেলে ৩৯.৫৭ গড়ে রান করেন ২৭৭। সর্বোচ্চ ৯৬* এবং হাফসেঞ্চুরি ৪টি। বল হাতেও উইকেট নিয়েছেন ১৭টি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সাকিব সিরিজ সেরা হন। আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ওয়ানডেতে ৭০৫ রান করেন। সর্বোচ্চ ১৩১*, সেঞ্চুরি ৩টি ও হাফসেঞ্চুরি ২টি। দক্ষিণ আফ্রিকার ইয়েমেনান মালান ৮ ম্যাচে ৫০৯ রান করেন। সর্বোচ্চ ১৭৭* এবং সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি ২টি করে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৬ ম্যাচে রান করেন ৪০৫ এবং সর্বোচ্চ ১৫৮। সেঞ্চুরি ২টি এবং হাফসেঞ্চুরি ১টি। বিশ্বেও অন্যতম সেরা অলরাউন্ডারকে ওয়ানডে মনোনয়ন দিয়ে আইসিসি বার্তায় লিখেছে- ‘এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের শাস্তি কাটিয়ে ২০২১ সালের জানুয়ারিতে নিজের প্রত্যাবর্তনী সিরিজেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তুলনামূলক খারাপ কেটেছে। টানা দুই সিরিজে সেরা হন। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেন।’
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
বর্ষসেরার তালিকায় সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর