নতুন বছর শুরু হবে আগামীকাল। ২০২১ সালে ওয়ানডেতে বেশ ভালো সময় কাটিয়েছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের মোট ১২ ম্যাচ খেলে জয় ৮ এবং হার ৪। চার সিরিজের তিনটিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে। হেরেছে নিউজিল্যান্ডের কাছে। টাইগারদের এই পারফরম্যান্সে ব্যাট ও বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। সেজন্য তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার ইয়ামেনান মালান। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিচারে আইসিসি অ্যাওয়ার্ডস প্যানেল এই তারিখ তৈরি করেছে। এর আগে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœ ও নিউজিল্যান্ডের কাইলি জেমিসন এবং টি-২০ ক্রিকেটে বর্ষসেরার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৬-১৭ জানুয়ারি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করবে আইসিসি। সাকিব চলতি বছর ৯ ওয়ানডে খেলে ৩৯.৫৭ গড়ে রান করেন ২৭৭। সর্বোচ্চ ৯৬* এবং হাফসেঞ্চুরি ৪টি। বল হাতেও উইকেট নিয়েছেন ১৭টি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সাকিব সিরিজ সেরা হন। আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ওয়ানডেতে ৭০৫ রান করেন। সর্বোচ্চ ১৩১*, সেঞ্চুরি ৩টি ও হাফসেঞ্চুরি ২টি। দক্ষিণ আফ্রিকার ইয়েমেনান মালান ৮ ম্যাচে ৫০৯ রান করেন। সর্বোচ্চ ১৭৭* এবং সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি ২টি করে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৬ ম্যাচে রান করেন ৪০৫ এবং সর্বোচ্চ ১৫৮। সেঞ্চুরি ২টি এবং হাফসেঞ্চুরি ১টি। বিশ্বেও অন্যতম সেরা অলরাউন্ডারকে ওয়ানডে মনোনয়ন দিয়ে আইসিসি বার্তায় লিখেছে- ‘এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের শাস্তি কাটিয়ে ২০২১ সালের জানুয়ারিতে নিজের প্রত্যাবর্তনী সিরিজেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তুলনামূলক খারাপ কেটেছে। টানা দুই সিরিজে সেরা হন। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেন।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
বর্ষসেরার তালিকায় সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর