নতুন বছর শুরু হবে আগামীকাল। ২০২১ সালে ওয়ানডেতে বেশ ভালো সময় কাটিয়েছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের মোট ১২ ম্যাচ খেলে জয় ৮ এবং হার ৪। চার সিরিজের তিনটিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে। হেরেছে নিউজিল্যান্ডের কাছে। টাইগারদের এই পারফরম্যান্সে ব্যাট ও বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। সেজন্য তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার ইয়ামেনান মালান। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিচারে আইসিসি অ্যাওয়ার্ডস প্যানেল এই তারিখ তৈরি করেছে। এর আগে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের রবিচন্দন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœ ও নিউজিল্যান্ডের কাইলি জেমিসন এবং টি-২০ ক্রিকেটে বর্ষসেরার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৬-১৭ জানুয়ারি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করবে আইসিসি। সাকিব চলতি বছর ৯ ওয়ানডে খেলে ৩৯.৫৭ গড়ে রান করেন ২৭৭। সর্বোচ্চ ৯৬* এবং হাফসেঞ্চুরি ৪টি। বল হাতেও উইকেট নিয়েছেন ১৭টি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সাকিব সিরিজ সেরা হন। আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ওয়ানডেতে ৭০৫ রান করেন। সর্বোচ্চ ১৩১*, সেঞ্চুরি ৩টি ও হাফসেঞ্চুরি ২টি। দক্ষিণ আফ্রিকার ইয়েমেনান মালান ৮ ম্যাচে ৫০৯ রান করেন। সর্বোচ্চ ১৭৭* এবং সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি ২টি করে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৬ ম্যাচে রান করেন ৪০৫ এবং সর্বোচ্চ ১৫৮। সেঞ্চুরি ২টি এবং হাফসেঞ্চুরি ১টি। বিশ্বেও অন্যতম সেরা অলরাউন্ডারকে ওয়ানডে মনোনয়ন দিয়ে আইসিসি বার্তায় লিখেছে- ‘এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের শাস্তি কাটিয়ে ২০২১ সালের জানুয়ারিতে নিজের প্রত্যাবর্তনী সিরিজেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তুলনামূলক খারাপ কেটেছে। টানা দুই সিরিজে সেরা হন। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেন।’
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
বর্ষসেরার তালিকায় সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর